এই তথ্যগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কয়েক মিনিটের মধ্যে কম্পিউটার চালাতে সক্ষম হবেন।

🖥️  বর্তমান দিনে কম্পিউটার ছাড়া আমাদের এক পা এগোনো খুব কঠিন হয়ে উঠেছে।আপনি কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে কম্পিউটার শিখতে ও চালাতে পারবেন সেই জন্য এই পোস্টে।


  Ctrl + A ফাইলের সব কিছু সিলেক্ট করা (All Select) Ctrl + B সিলেক্ট করা টেক্সটকে বোল্ড করা (Bold) Ctrl + C সিলেক্ট করা যে কোনো কিছু কপি করা (Copy) Ctrl + D ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা (Open Font preferences panel) Ctrl + E সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নেওয়া (Center alignment) Ctrl + F কোনো শব্দ খোঁজা (Find Word) Ctrl + G নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয় (Go to Command) Ctrl + H রিপ্লেস ডায়লগবক্স বের করা (Replace) Ctrl + I সিলেক্ট করা টেক্সকে ইটালিক/বাঁকা করা (Italic) Ctrl + J টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা (Justify) Ctrl + K হাইপারলিংক তৈরী করা (Hyperlink) Ctrl + L টেক্সট লেফট এলাইনমেন্ট করা (Left align) Ctrl + M টেক্সট ডান দিকে নেওয়া (Indent the paragraph to right) Ctrl + N নতুন ডকুমেন্ট ফাইল খোলা (New File) Ctrl + O পুরাতন বা সেভ করা ফাইল খোলা (File Open) Ctrl + P ডকুমেন্ট প্রিন্ট করা (Print) Ctrl + Q প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য (Remove paragraph formatting) Ctrl + R টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে (Right align) Ctrl + S নতুন/পুরাতন ফাইল সেভ করা (Save) Ctrl + T ইনডেন্ট পরিবর্তন করার জন্য/বাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানো (Create a hanging indent) Ctrl + U টেক্সের নিচে আন্ডারলইন করা (Underline) Ctrl + V কপি করা যে কোনো কিছু পেষ্ট করা (Paste) Ctrl + W ফাইল বন্ধ করার জন্য (Close File) Ctrl + X ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য (Cut) Ctrl + Y রিপিট করার জন্য (Redo) Ctrl + Z পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা (Undo  F1 Key সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে (Help)  Ctrl + F1 Key মাইক্রোসফট ওয়ার্ডের Ribbon (রিবন) অংশটি hide ও unhide করে  Shift + F1 Key টেক্সট ফরম্যাট প্রদর্শন করে(Review text formatting)  F2 Key নির্বাচিত File -এর নাম লিখা বা পরিবর্তন (Rename) Ctrl + F2 Key প্রিন্টের আগের অবস্থা প্রদর্শন করে (Print preview page) Shift + F3 Key কোনো টেক্সেকে বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরে পরিবর্তন করে (Uppercase & Lowercase) F4 Key মাইক্রোসফট ওয়ার্ডের last action performed repeat করা যায় (Perform last action) Ctrl + F4 Key ফাইলটি বন্ধ হয়ে যায় (Close File) F5 Key Find, Replace, Go to উইন্ডো খোলা হয় Ctrl + F6 একাধিক ফাইল খোলা থাকলে পরবর্তী ফাইলে নিয়ে যায় F7 Key বানান ও ব্যাকরণগত কোনও ভুল থাকলে ধরিয়ে দেওয়া (Spell Checker) Shift + F7 Key কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয় (Thesaurus) F8 Key সিলেক্ট করা অংশ বর্ধিত করে (Extend current selection) Shift + F8 Key সিলেক্ট করা অংশ কমায় (Shrink current selection) F9 Key ডকুমেন্ট রিফ্রেশ করে (Refresh) Ctrl + F9 Key Field characters insert করার জন্য { } ব্রাকেট F10 Key Key Tips প্রদর্শন করে (Show Key Tips) Shift + F10 Key মাউসের রাইট ক্লিকের কাজ করে Ctrl + F12 Key Save as -এর কাজ করে Ctrl + Shift + C লেখাতে যদি কোনো প্রকার ফরম্যাট ব্যবহার কোরা থাকে তাহলে সেই ফরম্যাটটি কপি করা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ