সিরিয়া, মর্যাদা ও গুরুত্ব।


 দামেস্ক, সিরিয়ার রাজধানী, বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি এবং ইসলামের ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে। আরবিতে এই শহরকে বিলাদ আশ-শাম (بلاد الشام) বলা হয়। 

[ শা*ম হলো বর্তমান সি*রিয়া, জর্ডান, লেবানন ও ফিলি*স্তিন অঞ্চল ]


এই শহরটির ইতিহাস খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দে ফিরে যায় এবং মধ্যযুগে রোমান সাম্রাজ্যের পতনের পর, দামেস্ক পূর্ব রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে, যা বাইজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত। ৬৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি বাইজেন্টাইনের নিয়ন্ত্রণে  ছিল এবং পরবর্তীতে খুলা*ফায়ে রাশে*দি*ন এর সময় সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ (রা.) দামেস্ক দখল করেন। পরে ৬৬১ খ্রিস্টাব্দে চতুর্থ খলিফা আলি (রা.) এর মৃ*ত্যু*র পর মুআবিয়া (রা.) এর খিলাফাতের সময় দামেস্ককে রাজধানী করেন এবং পরবর্তীতে নির্মিত হয় বিখ্যাত উমাইয়া মসজিদ। 


অনেক তাফসিরবিদদের মতে নবী ইব্রাহিম (আ.) স্বল্প সময়ের জন্য দামেস্কে অবস্থান করেছিলেন এবং তিনি নক্ষত্র পূজারীদের মধ্যে দীন প্রচার করেছিলেন। 


আবু দাউদ এর হাদিস (নং ৪৩২১) অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন দাজ্জালের সাথে যু*দ্ধের জন্য হজরত ঈসা (আ.) সি*রিয়ার দামেস্কের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারের কাছে নামবেন।

আর সিরিয়ার ‘লুদ’ নামক স্থানে তিনি দা*জ্জা*লকে হ*ত্যা করবেন।’ (সহিহ মুসলিম: ২৯৩৭)


এছাড়াও এই অঞ্চলের মর্যাদা সম্পর্কে বিশুদ্ধ হাদিস রয়েছে। 


১/ শা*মের অধিবাসীদের জন্য সু সংবাদ। 

কেননা রহমানের ফিরিশতারা সেখানে তাদের ডানা বিছিয়ে রেখেছেন। (তিরমিযি:৩৯৫৪)


২/ নিশ্চয় আল্লাহ তায়ালা শা*ম ও তার অধিবাসীদের দ্বায়িত্ব গ্রহণ করেছেন। (সিলসিলাহ সহিহা:৭/১২৬০)


শামের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন।

একটি হাসান হাদীসে এসেছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

" আল্লাহ সুবহানাহু তা'আলা আমার পক্ষ থেকে শা*মের দায়িত্ব নিয়ে নিয়েছেন।"

(আবু দাউদ:৩৪৮৫)


শা*মে ফি*তনার অবসান হলে এর পরপরই আসবে ইসলামের বি*জয়, ঈমা*নের প্রতিষ্ঠা, নি*ফা*কের উ*চ্ছেদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ